Infinix Zero 40

Infinix Zero 40 4G & Infinix Zero 40 5G

Infinix নিয়ে আসলো Zero 40 সিরিজের নতুন স্মার্টফোন 4G ও 5G. Infinix Not 40 সিরিজের পর আরো শক্তিশালী Infinix Zero 40 আসতেছে। Zero 40 সিরিজে কি কি ব্যবহার করা হয়েছে এ বিষয় নিয়ে আজকের পোস্ট। আপনারা জানতে পারবেন কোন ফোনটিতে কোন ধরনের ফিচার রয়েছে।

Infinix Zero 40 4G ও Infinix Zero 40 5G ফোন দুটিতেই রয়েছে AMOLED ডিসপ্লে তবে 5G ফোনে 144Hz রিফ্রেশ রেট ও 4G ফোনে 120Hz রিফ্রেশ রেট। এছাড়া ফোন দুটোতেই সাইজ ৬.৭৮ ইঞ্চি, 1300 nits ডিসপ্লে ব্রাইটনেস, 393ppi density ও 1080×2436 pixels. তবে স্কীন টু বডি ক্ষেত্রে 4G ফোনে 89.7% এবং 5G ফোনে 89.4%, দুটোতেই Corning Gorilla Glass 5 ব্যবহার করা হয়েছে।

Infinix Zero 40 4G ও Infinix Zero 40 5G ফোন দুটোতে আরো পার্থক্য রয়েছে। 4G ফোনের ওজন ১৮০ গ্রাম ও 5G ফোনের ওজন ১৯৫ গ্রাম। মোবাইল দুটির ক্যামেরায় কিছু পার্থক্য রয়েছে তবে দুটো ফোনেই মেইন ক্যামের রয়েছে ১০৮ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। এছাড়া ফোন দুটির সেলফি ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল। 4G ফোনে ডুয়েল ফ্লাশ হয়েছে এবং 1440p@30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অন্যদিকে 5G ফোনটিতে ত্রিপল ফ্লাশ রয়েছে এবং আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 4K@30/60fps.

Infinix Zero 40 4G ও Infinix Zero 40 5G মোবাইল ফোন দুটিতে আরো পার্থক্য রয়েছে। কোন দুটিতেই Android 14, up to 2 major Android upgrades, XOS 14.5 রয়েছে তবে প্রসেসর আলাদা রয়েছে যেমন 4G ফোনে Mediatek Helio G100 (6nm) ও GPU Mail-G57 MC2 রয়েছে অন্যদিকে 5G ফোনে MediaTek Dimensity 8200 Ultimate (4nm) ও GPU Mail-G610 MC6 ব্যবহার করা হয়েছে।

Infinix Zero 40 4G ও Infinix Zero 40 5G ফোন দুটোর র‍্যাম ও স্টোরেজ আলাদা যেমন 4G ফোনে বের হবে ৮জিবি ও ২৫৬জিবি এবং ৮জিবি ও ৫১২জিবির দুটো মডেল। অন্য দিকে 5G ফোন বের হবে ১২জিবি ও ২৫৬জিবি এবং ১২জিবি ও ৫১২জিবি। শুধুমাত্র ফোনটিতে র‍্যামে পার্থক্য রয়েছে। তবে এই ফোনগুলোতে আপনি এক্সট্রা কোন মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না।

Infinix Zero 40 4G ও Infinix Zero 40 5G ফোন দুটোর ব্যাটারি পাচ্ছেন 5000mAh এর তবে চার্জিং এর ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে 4G ফোনে 45W ফাস্ট চাজিং ও 10W এর রিজাভ চার্জিং করতে পারবেন। এবং 5G ফোনে 45W ফাস্ট চার্জিং, 20W এ ওয়ারলেস চার্জিং, 10W এর রিজার্ভ চার্জিং সমর্থন পাচ্ছেন।

ফোনগুলো ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ডিসপ্লের উপরে। এছাড়া ফোনগুলো কালার থাকছে তিনটি করে রয়েছে NFC সমর্থন। ফোনগুলো মার্কেটে সেপ্টেম্বর মাসে বাজারে আসা সম্ভাবনা রয়েছে। আরো পুরোপুরিভাবে বিস্তারিত ফোন গুলো সম্পর্কে জানতে নিচে দেখুন:

Infinix Zero 40 4GInfinix Zero 40 5G
Network:
GSM / HSPA / LTE
Network:
GSM / HSPA / LTE / 5G
Display:
AMOLED, 1B colors
Display:
AMOLED, 1B colors, HDR
120Hz144Hz
6.78 inches, 109.9 cm26.78 inches, 109.9 cm2
~89.7% screen-to-body ratio~89.4% screen-to-body ratio
1080 x 2436 pixels1080 x 2436 pixels
393 ppi density393 ppi density
Perfomance:
Android 14
Perfomance:
Android 14
XOS 14.5XOS 14.5
Mediatek Helio G100 (6 nm)Mediatek Dimensity 8200 Ultimate (4 nm)
Octa-core (1×3.1 GHz Cortex-A78 & 3×3.0 GHz Cortex-A78 & 4×2.0 GHz Cortex-A55)Octa-core (2×2.2 GHz Cortex-A76 & 6×2.0 GHz Cortex-A55)
Mali-G610 MC6Mali-G57 MC2
RAM & ROM
256GB+ 8GB RAM
512GB+ 8GB RAM
RAM & ROM
256GB+ 12GB RAM
512GB+ 12GB RAM
Main Camera
108 MP
50 MP
2 MP
Main Camera
108 MP
50 MP
2 MP
Dual-LED flash, HDR, panoramaTriple-LED flash, HDR, panorama
1440p@30fps, 1080p@30/60fps, gyro-EIS, OIS4K@30/60fps, 1080p@30/60/120/240fps, gyro-EIS, OIS
Selfie, 50 MPSelfie, 50 MP
Battery:
5000 mAh,
45W wired, 60% in 25 min (advertised)
20W wireless
10W reverse wired
Battery:
5000 mAh,
45W wired, 50% in 25 min (advertised)
10W reverse wired
Colors:
Misty Aqua, Rock Black, Blossom Glow
Colors:
Rock Black, Violet Garden, Moving Titanium
Infinix Zero 40 4GPriceInfinix Zero 40 5GPrice
8GB+256GB৳33,99012GB+256GB৳47,990
8GB+512GB৳35,99012GB+512GB৳49,990

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *