Moto G64 Price in Bangladesh – মাত্র ২৪ হাজার টাকায় Moto G64
Motorola G64 5G ফোনটি পেয়ে যাচ্ছেন ২১ টাকায় ও ২৪ হাজার টাকায়। এই ফোনটি ২টি র্যামে বের হয়েছে তাই দাম ও আলাদা আলাদা। Moto G64 ফোনটির কালার ৩টি রয়েছে। আপনি যদি Moto লাভার হয়ে থাকেন এবং আপনার বাজেট যদি ২১ থেকে ২৪ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন। নিচে এই ফোনের সম্পর্কে সম্পূর্ণ ধারনা দেওয়া হল:
লঞ্চ তারিখ:
Moto G64 ফোনটি ২০২৪ সালে ১১ই এপ্রিল তারিখে লঞ্চ করা হয় এবং বাজারে মুক্তি পায় ২৩ই এপ্রিল। তবে আমাদের বাংলাদেশে ফোনটি আসতে ১-২ মাস সময় লাগে।
ডিসপ্লে:
মোটো জি৬৪ ফোনটিতে রয়েছে IPS LCD এর ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হাজ্ব। এছাড়া ফোনটির স্কীন থেকে বডি রেসো ৮৫.৫%। ডিসপ্লে উজ্জ্বলতার রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল।
বডি:
Moto G64 ফোনটির ওজন রয়েছে ১৯২ গ্রাম। ফোনটিতে ২টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাইডে। এছাড়া ৪টি সেন্সর থাকছে।
প্লাটফর্ম:
Moto G64 ফোনটির চিপসেট Mediatek Dimensity 7025(6nm) ব্যবহার করা হয়েছে। ফোনটি Android 14 ভার্সন থেকে শুরু তবে এটি Android 15 পর্যন্ত আপডেট করা যাবে। ফোনটিতে Octa-Core এর CPU এবং GPU রয়েছে IMG BXM-8-256 রয়েছে।
ক্যামেরা:
Moto G64 ফোনটিতে মেইন ক্যামেরা ২টি একটি ৫০ মেগাপিক্সেল এবং ২য় টি ৮ মেগাপিক্সেল। মেইন ক্যামেরার সাথে LED Flash থাকছে এবং মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p@30fbs দিয়ে।
ফোনটির সেলফি ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p@30fbs দিয়ে।
মেমোরি:
Moto G64 ফোনটিতে ২টি র্যাম ও ২টি স্টোরেজ রয়েছে যেমন: ৮জিবি + ১২৮জিবি এবং ১২জিবি + ২৫৬জিবি। এছাড়া এই ফোনটিতে একস্ট্রা মেমরি ও ব্যবহার করতে পারবেন।
ব্যাটারি:
Moto G64 ফোনটিতে 6000mAh এর একটি বড় ব্যাটারি রয়েছে সাথে থাকছে 30W এর চার্জিং। এই ফোনটিতে ৫০% চার্জ হতে ৩৩ মিনিট সময় লাগবে।
কালার:
Moto G64 ফোনটিতে ৩টি কালার রয়েছে যেমন: মিন্ট গ্রিন, পার্ল ব্লু ও আইস লিলাক।
নেটওয়ার্ক:
Moto G64 ফোনটির নেটওয়ার্ক ৫-জি, ৪-জি, ৩-জি ও ২-জি রয়েছে। তবে বাংলাদেশে আপনি ফইভ-জি ব্যবহার করতে পারবেন না।
দাম:
- ৮জিবি ও ১২৮জিবি ফোনটির দাম ২১ হাজার টাকা।
- ১২জিবি ও ২৫৬জিবি ফোনটির দাম ২৪ হাজার টাকা।