বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম | নগদ টু বিকাশ

প্রিয় বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাদেরকে জানাবো কিভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন অথবা নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর মাধ্যম। আপনি নিজেই খুব সহজেই যেকোনো সময় যেকোনো মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।

আমাদের অনেক সময় খুবই জরুরী মোবাইল ব্যাংকিং বিকাশ অথবা নগদ থেকে টাকা পাঠানো। কিন্তু দেখা যায় আমাকে টাকা পাঠাতে হবে নগদে কিন্তু আমার টাকা রয়েছে বিকাশে। এখন সরাসরি বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যায় না। তাই আমাদেরকে তৃতীয় মাধ্যম হিসেবে একটি প্ল্যাটফর্ম বেছে নিতে হবে।

তাই বন্ধুরা আজকে আমি ১০০% বিশ্বস্ত বাংলাদেশ ইসলামী ব্যাংকের সেলফি অ্যাপসটির ব্যবহার করার নিয়ম দেখাবো। তাই আপনাকে অবশ্যই একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যদি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি একটি সেলফিন এপস এর অ্যাকাউন্ট পাবেন।

কম টাকায় বেশি মিনিট কথা বলার সেরা ৩টি অ্যাপস ২০২৪

আর আপনি এই সেলফিন অ্যাপস ব্যবহার করে যেকোনো সময় যেকোনো মুহূর্তে টাকা বিকাশ থেকে নগদে অথবা নগর থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।

আপনাকে কষ্ট করে দোকানে যেতে হবে না। দোকানে গেলে সেখানে আপনাকে আগে ক্যাশ আউট করতে হবে তারপর যে মাধ্যমে টাকা এড করতে চাচ্ছেন সেখানে ক্যাশ ইন করতে হবে। তবে এখানে ক্যাশ আউট ফি টা অনেকটাই বেশি। তাই আপনি এই মাধ্যম বাদ দিয়ে নিজেই টাকা ট্রান্সফার করতে পারবেন অল্প টাকা ফি দিয়ে।

বিকাশ থেকে নগদ | নগদ থেকে বিকাশে টাকা পাঠাতে প্রয়োজন

  • ১. একটি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর একটি একাউন্ট খোলা।
  • ২. ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নিজস্ব “Cellfin” Apps.
  • ৩. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ অ্যাকাউন্ট খুলে আপনাকে ফ্রিতে একটি ভিসা প্লাস্টিক কার্ড দেওয়া হবে। আর টাকা ট্রান্সফার করার জন্য এই ভিসা কার্ড নাম্বার প্রয়োজন।

তো বন্ধুরা আমি ধরে নিলাম আপনার একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একাউন্ট রয়েছে। এছাড়া আপনার রয়েছে সেলফিন অ্যাপস ও ভিসা রিয়েল প্লাস্টিক কার্ড। তাহলে কিন্তু আপনি বিকাশ থেকে নগদে অথবা নগদ থেকে বেকারে টাকা আদান প্রদান করতে পারবেন।

বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর জন্য আপনাকে দুটি স্টেপ ফলো করতে হবে।

Step- 1. Bkash to Cellfin

  • প্রথমে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করুন।
  • বিকাশ হোম পেজ থেকে ” আরো দেখুন ” বাটনে ক্লিক করে – ”’ বিকাশ টু ব্যাংক ”’ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে আসুন।
  • ” ভিসা ডেবিট কার্ড ” অপসনে ক্লিক করুন।
  • এবার আপনার ইসলামি ব্যাংকের ভিসা ডেবিট কার্ড এর ১৬ ডিজিট নাম্বার লিখে দিন। ( আপনার সেলফিন এপসের মধ্যে যে ভিসা ডেবিট কার্ড সেটা না আপনাকে হাতে যে প্লাস্টিক কার্ড দিবে সেটার নাম্বার দিতে হবে।)
  • পরের পেজে কত টাকা পাঠাবেন সেই এমাউন্ট লিখে পরবর্তী পেজে যান।
  • তারপর আপনার বিকাশ পিন নাম্বার লিখে পাঠিয়ে দিন।

Step- 2. Cellfin to Nagad

  • আপনার সেলফিন অ্যাপসটি ওপেন করুন।
  • সেলফিন এপসের হোম পেজ থেকে ” Fund Transfer ” অপসনে ক্লিক করুন।
  • ‘ Fund Transfer ‘ পেজ থেকে নগদ অপসনে ক্লিক করে পরবর্তী পেজে যান।
  • এবার আপনার নগদ নাম্বার লিখে “Next” বাটনে ক্লিক করুন।
  • প্রথম: এবার এই পেজে আপনি ” Account ” অপসন সিলেক্ট করুন।
  • দ্বিতীয়: কত টাকা পাঠাবেন সেই এমাউন্ট লিখুন।
  • তৃতীয়: আপনার সেলফিন পিন নাম্বার দিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
    • পরের পেজ আসবে সবকিছু ঠিক থাকলে ‘Confirm’ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যান।
  • আপনার ফোনে একটি OTP কোড আসবে সেটি দিয়ে সেন্ড করে দিলে টাকা চলে যাবে।

তো বন্ধুরা উপরের দেখানো নিয়মেই আপনি শুধুমাত্র বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। এ ছাড়া আপনি যদি নগদ থেকে বিকাশে ট্রান্সফার করতে চান তাহলে নিচে স্টেপ গুলো ফলো করুন।

নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর জন্য আপনাকে দুটি স্টেপ ফলো করতে হবে।

Step- 1. Nagad to Cellfin

  • প্রথমে আপনার নগদ অ্যাপটি ওপেন করুন।
  • নগদ হোম পেজ থেকে – ”’ ট্রান্সফার মানি ”’ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে আসুন।
  • ” ভিসা ডেবিট কার্ড ” অপসনে ক্লিক করুন।

এবার আপনার ইসলামি ব্যাংকের ভিসা ডেবিট কার্ড এর ১৬ ডিজিট নাম্বার লিখে দিন। ( আপনার সেলফিন এপসের মধ্যে যে ভিসা ডেবিট কার্ড সেটা না আপনাকে হাতে যে প্লাস্টিক কার্ড দিবে সেটার নাম্বার দিতে হবে।)

পরের পেজে কত টাকা পাঠাবেন সেই এমাউন্ট লিখে পরবর্তী পেজে যান।

তারপর আপনার নগদ পিন নাম্বার লিখে পাঠিয়ে দিন।

Step- 2. Cellfin to BKash

  • আপনার সেলফিন অ্যাপসটি ওপেন করুন।
  • সেলফিন এপসের হোম পেজ থেকে ” Fund Transfer ” অপসনে ক্লিক করুন।
  • ‘ Fund Transfer ‘ পেজ থেকে বিকাশ অপসনে ক্লিক করে পরবর্তী পেজে যান।
  • এবার আপনার বিকাশ নাম্বার লিখে “Next” বাটনে ক্লিক করুন।
  • প্রথম: এবার এই পেজে আপনি ” Account ” অপসন সিলেক্ট করুন।
  • দ্বিতীয়: কত টাকা পাঠাবেন সেই এমাউন্ট লিখুন।
  • তৃতীয়: ‘Note’ অপসনে যেকোনো কিছু লিখে দিন।
  • চতুর্থ: আপনার সেলফিন পিন নাম্বার দিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
  • পরের পেজ আসবে সবকিছু ঠিক থাকলে ‘Confirm’ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যান।
  • আপনার ফোনে একটি OTP কোড আসবে সেটি দিয়ে সেন্ড করে দিলে টাকা চলে যাবে।

বিকাশ/নগদ থেকে সেলফিনে টাকা পাঠানোর খরচ কত

বিকাশ বা নগদ থেকে সেলফিন একাউন্টে টাকা ট্রান্সফার চার্জ প্রতি ১ হাজারে ১২.৫০ টাকা। যেমন:

১০০ টাকায় খরচ = ১.২৫৳

টাকাখরচ
৳১০০১.২৫
৳১০০০১২.৫০
৳১০,০০০১২৫
৳১,০০,০০০১২৫০
সেলফিন থেকে বিকাশ নগদে টাকা পাঠান – বিকাশ, নগদ টু সেলফিন

সেলফিন থেকে বিকাশ বা নগদে টাকা পাঠানোর খরচ কত

সেলফিন থেকে বিকাশ বা নগদে টাকা পাঠানোর কোন খরচ নেই অর্থাৎ ০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *