জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড – birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
মোবাইল দিয়ে খুব সহজে ডাউনলোড করে নিন আপনার জন্মনিবন্ধন সনদ অনলাইন কপি। তো প্রিয় বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাদেরকে কিভাবে অনলাইন থেকে আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করবেন পিডিএফ ফাইল আকারে সে বিষয়ে জানাবো।
বর্তমানে আমাদের ভোটার আইডি কার্ড এর পাশাপাশি অবশ্যই প্রয়োজনীয় জন্ম নিবন্ধন সনদ। তবে দেখা যাচ্ছে অনেকেই জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করেছেন এবং সেটি আনতে পারতেছেন না। এখন আপনার খুবই প্রয়োজন এখন আপনি কিন্তু পৌরসভা অথবা পরিশোধের যেতে হচ্ছে না শুধু আপনার স্মার্টফোনটি দিয়েই ডাউনলোড করে নিতে পারবেন মাত্র এক মিনিটে।
তবে বন্ধুরা এটি মূলত অনলাইন কপি তাই আপনি যদি জন্ম নিবন্ধন সনদ এর রিয়েল কপি আনতে চান তাহলে আপনার পৌরসভা অথবা পরিষদে যেতে হবে। তবে আপনার অনলাইনে কপিও রিয়েল হবে কিন্তু ওখানে কোন স্বাক্ষর থাকবে না। আপনি যদি পরিশোধ অথবা পৌরসভা থেকে আপনার জন্ম নিবন্ধন সংগ্রহ করেন তাহলে সেখানে চেয়ারম্যান সহ সকল স্বাক্ষর তারা করে দিবে। তবে জরুরি মুহূর্তে আপনি আপনার অনলাইন কপি দিয়ে চালিয়ে যেতে পারবেন।
কোন ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যায়?
বর্তমানে মূল ওয়েবসাইট বাদে বিভিন্ন ফেক ওয়েবসাইট আমাদের কাছে শো করে। তাই আমরা কনফিউশন হয়ে যাই যে আমরা কোন ওয়েবসাইটে গেলে আমি সঠিক ভাবে আমার জন্ম নিবন্ধন কার্ডটি ডাউনলোড করতে পারব। এই বিষয়টা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েন বিশেষ করে যারা তেমন একটা ইন্টারনেট সম্পর্কে জানেন না। শুধুমাত্র তাদের জন্য নয় সবার জন্য আমি কোন ওয়েবসাইট থেকে জন্ম সনদ ডাউনলোড করতে হবে সেই লিংকটি নিচে দেয়া হল:
জন্ম নিবন্ধন অনলাইন কপি দেখার করার নিয়ম
প্রথমে, উপরের লিংকে ক্লিক করে গুগল ক্রোমা ব্রাউজারটি ওপেন করে নিন। তারপর আপনার কাছে everify.bdris.gov.bd ওয়েবসাইটির হোম পেজ আসবে এবং ফরম পেজ।
দ্বিতীয়ত, আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে। এর জন্য আপনার প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট সংখ্যা।
তৃতীয়ত, আপনার জন্ম নিবন্ধন এ যে তারিখ রয়েছে সেটি লিখতে হবে। (২০০১-০৮-২২) এই ভাবে জন্ম তারিখে লিখতে হবে আপনার।
চতুর্থ, এই ফর্মে একই ক্যাপচা আপনাকে পূরণ করতে হবে। এখানে কিছু সংখ্যা যোগ বা বিয়োগ থাকবে সেগুলো হিসাব করে ফলাফলটি লিখতে হবে।
তারপর আপনি “Search” বাটনে ক্লিক করবেন। যদি আপনার সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে।
এই পেজটিতে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপিটি দেখতে পারবেন। এবং আপনার যদি তখন প্রয়োজন হয় ডাউনলোড করার তাহলে নিজের স্টেপ গুলো ফলো করুন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড pdf
স্টেপ-১: জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য ব্রাউজারের উপরে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।
স্টেপ-২: তারপর “Share” অপসনে ক্লিক করুন।
স্টেপ-৩: এরপর “Print” অপসনে ক্লিক করুন।
স্টেপ-৪: Preview অপসন থেকে আবারো থ্রি-ডট মেনুতে ক্লিক করুন এবং “Save As PDF” অপসনে ক্লিক করুন।
স্টেপ-৫: আপনি ফাইল নির্বাচন করতে পারেন যেখানে আপনি সেভ করে রাখবেন তারপর নিচে “Save” অপসনে ক্লিক করুন তাহলে ডাউনলোড হয়ে যাবে।
তো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই আমার দেখানো নিয়মে আপনার জরুরি ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন নিজের মোবাইল ফোনে। এরপর আপনার যদি ওটি প্রিন্ট করে বের করতে হয় তাহলে দোকানের কাছে গিয়ে আপনার পিডিএফ ফাইলটি তাদেরকে দিবেন তারা আপনাকে প্রিন্ট করে দেবে।
যদি আপনার কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আরো কোন ইনফরমেশন জানতে চাইলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন।