২০+ গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড

স্মার্টফোনে ২০+ গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড – যা জানা প্রয়োজন

বন্ধুরা আপনি কি স্মার্টফোনে খুটিনাটি কোড নিয়ে খুব চিন্তায় আছেন। তাহলে আপনার জন্য নিয়ে এসেছি কিছু সিকিউরিটি কোড এইগুলো জানা থাকলে অনেক সময় আপনার কাজে লাগবে। এই কোড গুলো মূলত মেবাইল সেটিংস এর শটকাট কিছু ডায়াল কোড। যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন বলে আমি মনে করি।

এই কোড গুলো জানা থাকলে আপনাকে কষ্ট করে যে কোন মোবাইলের সেটিংসে গিয়ে খোঁজাখুজি করতে হবে না। আপনি শুধু ফোন ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করলেই সেটিংসগুলো চলে আসবে।

আরো পড়ুনঃ ১ ক্লিকে ফেসবুক পোস্টের লাইকের সংখ্যা হাইড করার উপায়

1. এন্ড্রয়েড ফোনে রিসেট কোড

আপনি যেকোন এন্ড্রয়েড মোবাইলে নিচের কোডটি ডায়াল করে রিসেট করতে পারবেন। এতে আপনাকে রিসেট অপসন খুজে বের করতে হবে না।

Phone Reset Code: *2767*3855#

2. IMEI নাম্বার চেক কোড

আপনি আপনার ফোনের IMEI নাম্বার কোড নিচের কোডটি ডায়াল করলে বের হয়ে যাবে।

IMEI Number check Code: *#06#

আরো পড়ুনঃ ফটো এডিটিং করার সেরা ৫টি এআই সফটওয়্যার

বিষয়স্মার্টফোনের কোড
লক স্ট্যাটাস কোড*#7465625#
ফোন ও ব্যাটারি তথ্য বের করার কোড*#*#4636*#*#
FTA এর ভার্সন জানার কোড*#*#1111*#*#
টাচস্কিন কোড জানতে*#*#2664*#*#
ভাইব্রেট ও ব্যাকলাইট টেস্ট কোড*#*#0842*#*#
হার্ডওয়ার ও সফটওয়্যার ডিটেলস জানার কোড*#12580*369#
ডায়গনস্টিক কনফিগার জানার কোড*#9090#
ডাম্প সিস্টেমো মোড জানার কোড*#9900#
ক্যামেরার তথ্য জানার কোড*#*#34971539*#*#
ফ্যাক্টরি হার্ড রিসেট কোড*#*#7780*#*#
ডাটা ক্যাবল কন্ট্রোল*#872564#
জিপিএস টেস্ট*#*#1472365*#*#
ওয়াইফাই ম্যাক এড্রেস*#*#232338*#*#
ব্লুটুথ ডিভাইস ইনফো*#*#232337*#*#
যার্মের ভার্সন*#*#3264*#*#
টাচস্কিন ভার্সন*#*#2663*#*#
ডিসপ্লে টেস্ট*#*#0*#*#
প্যাকেট লুফ টেস্ট*#*#0283*#*#
wireless LAN টেস্ট কোড*#*#232339*#*#
র‍্যাম ভার্সন টেস্ট*#*#3264*#*#
Bluetooth টেস্ট কোড*#*#232331*#*#

এই কোডগুলো দিয়ে আপনি আপনার ফোনের সকল তথ্য জানতে পারবেন খুব সহজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *