বিকাশ-নগদ একাউন্ট কার নামে বা NID দিয়ে খোলা বের করার নিয়ম
আমরা দীর্ঘদিন বিকাশ-নগদ একাউন্ট ব্যবহার করতে করতে ভুলে যাই এই বিকাশ একাউন্ট কার NID কার্ড দিয়ে খোলা হয়েছে। আবার হয়তো অনেকেই অনেকদিন ধরে ব্যবহার না করার ফলে সে ভুলে যায় এই অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে।
তবে আমাদের বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে এই বিকাশ বা নগদ একাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা তার নাম বা NID নাম্বার বের করা। কিন্তু বের করা অতটা সহজ হয় না কারণ একটা পরিবারে কমপক্ষে হলেও দুই বা অধিক সদস্য থাকে। তাই সঠিক করে বলা যায় না এই বিকাশ বা নগদ একাউন্ট কার নামে খোলা হয়েছে।
তাই বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ৩টি উপায় আপনি আপনার বিকাশ অথবা নগদ কার NID কার্ড দিয়ে খোলা হয়েছে সেটি বের করতে পারবেন।
৩টি উপায় কার নামে বিকাশ-নগদ একাউন্ট খোলা বের করার নিয়ম
শুধুমাত্র বিকাশ একাউন্ট কার নামে খোলা রয়েছে এটি বের করার সহজ একটি উপায় হল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর Cellfin অ্যাপস। আপনি সেলফি অ্যাপস ব্যবহার করে যদি থাকেন তাহলে আপনি খুব সহজেই কার নামে বিকাশ একাউন্ট রয়েছে সেটি বের করতে পারবেন। যদি আপনার সেলফি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার আশেপাশে হয়তো কারোর সেলফি অ্যাকাউন্ট রয়েছে। তার সেই অ্যাকাউন্ট দিয়েই আপনি আপনার বিকাশ কার নামে রয়েছে সেটি বের করতে পারবেন।
কার নামে বিকাশ একাউন্ট সেলফিন দিয়ে বের করার নিয়ম
- প্রথমে আপনি ইসলামী ব্যাংকের Cellfin অ্যাপসটি ওপেন করুন এবং হোমপেজে প্রবেশ করুন।
- হোমপেজ থেকে উপরের দিকে দেখুন ” Fund Transfer ” বাটনে ক্লিক করুন।
- এরপর Fund Transfer পেজের নিচের দিকে দেখুন ” BKash ” অপসন রয়েছে সেখানে ক্লিক করুন।
- এবার একটি টেক্সট বক্স আসবে সেখানে আপনি যে নাম্বারের বিকাশ একাউন্টের নাম বের করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বার লিখুন এবং “Next” বাটনে ক্লিক করুন।
- এই পেজে ” Receiver Name ” অপসনে কার বিকাশ একাউন্ট তার নাম শো করবে।
তো বন্ধুরা এইভাবে আপনি সেলফিন অ্যাপস ব্যবহার করে শুধুমাত্র আপনার বিকাশ একাউন্ট কার নামে রয়েছে সেটি বের করতে পারবেন।
কিন্তু দুঃখের কথা আপনি বিকাশ কার নামে রয়েছে সেটি তো বের করতে পারবেন। কিন্তু কার নামে নগদ অ্যাকাউন্ট রয়েছে এটি বের করতে পারবেন না। কারন সেলফিনে নগদ রিসিভার এর নাম শো করে না।
তাই নগদ কার নামে একাউন্ট রয়েছে এটি বের করা একটু কঠিন। তবুও আমি আপনাদের জন্য দেখাবো আপনারা এইভাবে চেষ্টা করলে নগদ কার নামে এখন রয়েছে সেটি বের করতে পারবেন।
আমরা বেশির ভাগ নগদ একাউন্ট মোবাইলে কোড ডায়াল করে খুলে থাকি। বিকাশ একাউন্ট এর মতো NID বা ফেস দিই না। যার কারনে কার নামে নগদ একাউন্ট সেটি বের করতে পারি না। তবে ঐ নাম্বার যার NID কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন ঠিক তার নামেই কিন্তু নগদ একাউন্ট হয়ে থাকে।
তাই আপনি আগে বের করুন কার নামে ঐ সিমটি রেজিষ্ট্রেশন করা হয়েছে।
সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়
- প্রথমে আপনার ফোনের ডায়াল অপসনে গিয়ে ডায়াল করুন *১৬০০১# এই নাম্বার।
- তারপর আপনার NID কার্ডের শেষ ৪ ডিজিট নাম্বার লিখে Send করে দিন।
- তারপর Ok অপসনে ক্লিক করে কেটে দিন।
যদি সঠিক NID কার্ডের শেষের ৪ টি নাম্বার দেন তাহলে একটি মেসেজ দিবে। যদি সঠিক না হয় তাহলে আপনার বাসার সকল সদস্যর আইডি কার্ডের ৪ ডিজিট দিয়ে চেক করতে থাকুন। মিলে গেলেই একটি মেসেজ দিবে ঠিক নিচের ছবির মতো। আপনার ঐ আইডি দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন সবগুলো নাম্বারের প্রথম ও শেষের ৩ ডিজিট শো করবে। এই নাম্বার দেখলেই আপনি মনে করতে পারবেন যে কোন নাম্বার।
যেই আইডি কার্ড আপনার ঐ নাম্বারে মিলে যাবে সেই আইডি যার তার নামে নগদ একাউন্ট ধরে নিন। তার নামে একাউন্ট হওয়ার সম্ভবনা ৯০%. কারন আবার অনেকেই একজনের সিম অন্য আইডি দিয়ে একাউন্ট খুলেছে। যদি এই রকম হয়ে থাকে আপনার তাহলে নিচের টিপস ফলো করুন।
নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম
- প্রথমে আপনি কার নামে ওই নগদ নাম্বার রেজিস্ট্রেশন করা সেটি বের করবেন। তারপর যার আইডি দিয়ে ওই নাম্বার রেজিস্ট্রেশন তার আইডি কার্ড দিয়ে পূনরায় কে ওয়াই সি পূরন করুন তাহলে ঠিক হয়ে যাবে।
- প্রথমে নগদ অ্যাপটি ওপেন করুন এবং নিচে ” আমার নগদ ” or ” My Nagad ” অপসনে ক্লিক করুন।
- তারপর ” কে ওয়াই সি পূনরায় জমা দিন ” ওই অপসনে ক্লিক করুন।
এরপর আপনার জাতীয় পরিচয়পত্র / আইডি কার্ড দিয়ে এবং যার আইডি কার্ড তার সেলফি জমা দিন। এখানে অবশ্যই সফলভাবে ৮টি ধাপ পূরন করতে হবে। যদি সফল ভাবে আপনার আইডি জমা হয় তহলে ওই নগদ একাউন্ট আপনার এই আইডি বা নামে খোলা।
বিকল্পভাবে বিকাশ-নগদ কার নামে খোলা বের করার উপায়
বন্ধুরা এই উপায়টি আপনাকে টেকনিক সহকারে ব্যবহার করতে হবে। উপরে দেখানোর নিয়মে যদি আপনার বিকাশ অথবা নগদ কার নামে এখন খোলা রয়েছে সেটি জানতে না পারেন। তাহলে আপনি এই মাস্টাররুল টেকনিক টি ব্যবহার করতে পারেন।
আপনার যে নাম্বারে বিকাশ অথবা নগদ একাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট এর মোবাইল নাম্বার দিয়ে কাস্টম কেয়ারে ফোন দিতে হবে। এবং তাদেরকে বলতে হবে আপনি বিকাশ অথবা নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেছেন।
তখন তারা আপনার পিন নাম্বারটি পুনরায় সেট করার জন্য আপনার কাছে আইডি কার্ডের ইনফরমেশন চাইবে যেমন- নাম, আইডি নাম্বার, জন্ম সাল। তখন আপনি আপনার বাসায় থাকা সকল এনআইডি কার্ড একসঙ্গে রেখে একটি একটি করে তাকে জানাবেন।
উনি হয়তো আপনার কাছে থেকে প্রথম এনআইডি কার্ডের নাম্বারটি জানতে চাইবে। তখন আপনি প্রথমে যে এনআইডি কার্ড নাম্বারটি দিবেন সেটি যদি তাদের সাথে মিল না হয় তাহলে আপনাকে তারা কিছু জানাবে না। তখন আপনি ফোন কেটে দিয়ে আপনি আবারো কাস্টম কেয়ারে ফোন দিবেন।
এবং আপনি প্রথমে যে এনআইডি কার্ডের নাম বা নাম্বারটি দিয়েছিলেন সেটি না দিয়ে আপনার বাসায় থাকার দ্বিতীয় এনআইডি কার্ড এর নাম বা নাম্বার দিবেন।
ঠিক এরকমই আপনার বাসায় যতগুলো এনআইডি কার্ড রয়েছে সেই কয় বারই কাস্টম কেয়ারে ফোন দিবেন। তাহলে আশা করা যায় একটান একটা মিল অবশ্যই হবে। যখনই মিল হবে তখনই তারা আপনার পিন নাম্বারটি রিসেট করে দেবে।
আর আপনি জেনে যাবেন কোন এনআইডি কার্ড বা কার নামে খোলা নগদ একাউন্ট।
তো বন্ধুরা এই ছিল বিকাশ এবং নগদ একাউন্ট কার নামে খোলা এবং কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে বের করার নিয়ম। এ ছাড়া আর কোন নিয়ম নেই আমার জানা মতে।