ফটো এডিটিং করার সেরা ৫টি এআই সফটওয়্যার ২০২৪
বন্ধুরা বর্তমানে আমাদের সবার কাছেই একটি স্মার্ট ফোন রয়েছে। এবং আমরা প্রতিনিয়ত কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। সেখানে নিজেকে বা নিজের বিষয়বস্তু শেয়ার করার জন্য আমাদের ছবি আপলোড করতে হয়। আর এই ছবিগুলো যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কেউ পছন্দ করবে না। অনেকে আছেন সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট এর জন্য ফটো আপলোড করে থাকেন।
তাই নিজেকে সুন্দরভাবে সাজিয়ে প্রতিস্থাপন করার জন্য অবশ্যই ফটো এডিটিং করা খুবই প্রয়োজন। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা ৫ টি এ আই সফটওয়্যার। এই পাঁচটি এ আই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন ফটো এডিটিং করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা কোন সফটওয়্যার এ কি কি কাজ রয়েছে এ বিষয় নিয়ে নিচে বিস্তারিত দেয়া হলো:
1. Picsart
ফটো এডিটিং করার জন্য সবচাইতে বেশি ব্যবহার এবং সবচাইতে বেশি টুলস রয়েছে পিকসার্ট অ্যাপসটিতে। এই অ্যাপটি আপনি দুটি উপায় ব্যবহার করতে পারবেন একটি প্রিমিয়াম ও অন্যটি ফ্রি। তবে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন। কিন্তু কিছু ফিচার রয়েছে যেগুলো প্রিমিয়াম ছাড়া ব্যবহার করা যায় না। তাই আপনি যদি প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম ব্যবহার করতে হবে।
তবে আপনি চাইলে ফ্রিতে ব্যবহার কর খুব সুন্দর ভাবে আপনার ফরম এডিটিং করতে পারবেন। এছাড়া আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে খুবই ভালো হবে এটি শেখার জন্য। তাই আপনি আগে ফ্রিতে ব্যবহার করে দেখুন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি প্রিমিয়াম ক্রয় করতে পারেন।
Picsart অ্যাপটিতে শুধু ফটো এডিটিং নয় আপনি চাইলে ভিডিও এডিটিং ও করতে পারবেন। এছাড়া এখানে অনেক টেমপ্লেট রয়েছে যেগুলো ব্যবহার করতে পারবেন আপনি।
তাহলে বন্ধুরা নিচে দেখে নিন যে Picsart কি কি টুলস রয়েছে? এবং আপনি ফ্রিতে ব্যবহার করলে কি কি টুলস পাচ্ছেন এবং আপনি যদি প্রিমিয়াম ব্যবহার করেন তাহলে কি কি টুলস পাচ্ছেন সে সম্পর্কে দেওয়া হল:
Picsart Tools
Home Tools | Sub Tools | Sub2: Tools |
---|---|---|
Photo | *Foryou | |
Photo | Tools | Crop Free Crop Shape Crop Dispersion Clone Ai Replace Stretch Motion Selection Curves Adjust Enhance Tilt Shift Perspective Resize Flip/Rotate Ai Enhance Ai Expand |
Photo | Retouch Remove BG Sticker Cutout Text Add Photo Remove Replay Fit Brushes Border Shape Mask Draw Lens Flare Shape Mask Frame Callout | |
Photo | More Tools | *Ai GIF Generator *Ai Background Generator *Ai Image Generator *Ai Logo Generator *Ai Sticker Generator *Ai Text Generator *Ai Text to Image *Ai Video Filters *Ai Video Generator *QR Code Generator |
Black Ai Image Callage Frame Camera Freestyle | ||
Ai Tools | *Ai Avatar *Ai Replace *Ai Expand *Text to Image *Ai Gif Generator | |
Trending Backgrounds | ||
Remove Backgrounds | ||
Templates |
2. Hypic
ফটো এডিটিং করার জন্য আরেকটি জনপ্রিয় অ্যাপস হলো Hypic. এই অ্যাপটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যাপসটির মাধ্যমে আপনি যে কোন ফটো এডিটিং করতে পারবেন খুবই সহজে। তবে এই অ্যাপটিতে ও দুটি প্ল্যান রয়েছে একটি হলো ফ্রি এবং অন্যটি হলো প্রিমিয়াম। তবে আপনি সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে ইন্সটল করেও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কিছু ফিচার রয়েছে যেগুলো আপনি প্রিমিয়াম ছাড়া ব্যবহার করতে পারবেন না।
এই সফটওয়্যারটি দিয়ে আপনি এয়াই মাধ্যমে খুব সহজেই ছবিগুলো এডিটিং করতে পারবেন স্বল্প সময়ের মধ্যে। তাই আপনি যদি খুবই প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে।
তো বন্ধুরা Hypic সফটওয়্যারটির মধ্য কি কি টুলস রয়েছে এসব বিষয় নিচে দেওয়া হল। এছাড়া আপনারা ফ্রিতে কি কি টুলস পাবেন এবং প্রিমিয়ামে করলে কি কি টুলস হবে সেটিও দেয়া হলো:
Hypic Tools
Home Tools | Sub Tools |
---|---|
Import | Templates Retouch Filters Adjust Effects Ai image Stickers Background Text Erase Cutout Draw Overlay Reshape Shapes |
Collage Batch Edit Projects Eraser Ai Tools Templates Business |
3. Photoroom
PhotoRoom সফটওয়্যারটি ফটো এডিটিং করার জন্য খুবই জনপ্রিয় তবে কনটেন্ট কিউটরদের জন্য। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ফটো রুম অ্যাপসটি ব্যবহার করতে হবে। কারণ এই অ্যাপসটিতে যে সকল টুলস রয়েছে সেগুলো আসলে কনটেন্ট কিউটের জন্য খুবই জরুরী। তবে আপনি যদি শুধুমাত্র ফটো এডিটিং করতে চান এবং বিভিন্ন এআই ব্যবহার করতে চান তাহলেও ব্যবহার করতে পারেন।
এই অ্যাপসটিতে ও দুটি প্রাণ রয়েছে একটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পেলেসটোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং অন্যটি হলো প্রিমিয়াম ভার্সন। তবে ফ্রিতে আপনি কিছু কিছু টুলস পাবেন না সেগুলো প্রিমিয়াম করে নিতে হবে। তবে আপাতত আপনি ফ্রিতে ব্যবহার করে খুবই ভালো ভালো ফটো এডিটিং করতে পারবেন।
তো বন্ধুরা PhotoRoom অ্যাপটিতে কি কি টুলস রয়েছে সে সকল বিষয় নিচে দেওয়া হল:
Photo Room Tools
Home Tools |
---|
Remove Background Retouch Ai Background Ai Shadows Resize |
Profile Pics Marketplces Social Media From Scratch |
Photo Editing Classics Trending Minimal Shop *Professional Product imagery |
Collage Marble & Wood Grid Children’s Products |
Best Friends Summer Fashion Beach Summer Festivals Sport Happy Birthday |
Teamwork Simple Fashion Flatays Marketplaces Skincare Magazine Covers Nature Vintage |
Back to school Americana Pets Dating Profile Travel Food Wedding Yearbook |
Other to Search 999+ |
4. Facetune
Facetune সফটওয়্যারটি ঠিক Picsart এর মতোই তবে এই অ্যাপটিতে ভিন্ন ভিন্ন কিছু টুলস রয়েছে। যেগুলো ব্যবহার করে আপনি প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করতে পারবেন। এই অ্যাপসটিতে দুটি প্ল্যান রয়েছে একটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং অন্যটি প্রিমিয়াম। তাই আপনি যদি প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করতে চান তাহলে আপাতত ফ্রিতে ব্যবহার করে প্রিমিয়াম নিবেন।
Facetune একটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি অ্যাপস। এই রাত্রি সাহায্যে আপনি যেকোনো ছবি এআই মাধ্যমে এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপটিতে কি কি টুলস রয়েছে সে সম্পর্কে নিচে দেওয়া হল:
Photo Room Tools
Home Tools | Sub Tools |
---|---|
Enhance Makeup Reshape Vanish Whiten Face Beards | |
Roast My Style My Color Analysis This or That Category is Basic Ai Selfies Beards Headshots Outfits Hairstyles Hair Ai Avatars | |
For You Ai Fun | |
Import | Looks Enhance Face Outfits Smooth Reshape Refine Lighting Headshots Makeup Whiten Auto Adjust Beards Hairstyles Eyebrows Ai Selfies Eyes Touch Up Focus Details Filters Hair Clothes Backdrop Sky Paint Light FX Vanish Color Edit Defocus Crop |
5. Remini
Remini একটি বর্তমান প্লে স্টোরে এক নাম্বারে রয়েছে। তবে এই অ্যাপসটিতে তেমন একটা টুলস নেই। কিছু মাত্র টুলস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি ফটো গুলোকে এ এর মাধ্যমে এডিটিং করতে পারবেন। তারপরও খুবই জনপ্রিয় এই অ্যাপসটি কারণ এই অ্যাপসটি বর্তমান প্লে স্টোরে এক নাম্বার অবস্থানে রয়েছে।
তো বন্ধুরা এই অ্যাপসটি দিয়ে আপনি কি ধরনের ছবি এডিটিং করতে পারেন এবং কি কি টুলস রয়েছে সে সম্পর্কে নিচে দেওয়া হল:
- Enhance
- Ai Photos
- Ai Filters
- All Tools