ডাউনলোড করার ওয়েবসাইট

যেকোন মুভি, প্রিমিয়াম সফটওয়্যার ও পিসি গেম ডাউনলোড করার ওয়েবসাইট

বন্ধুরা আমরা অনেকেই মুভি দেখতে ভালোবাসি আবার কেউ গেমস খেলতে। এছাড়া আমাদের বিভিন্ন কাজে প্রিমিয়াম সফটওয়্যারগুলো প্রয়োজন হয়ে থাকে কিন্তু টাকার জন্য কিনতে পারি না। তো বন্ধুরা এই সকল সমস্যার সমাধান আজকের পোস্টে পেয়ে যাবেন।

1. Bangla Plex

Bangla Plex ওয়েবসাইট থেকে আপনি বাংলাদেশী নাটক, মুভি, মুভি সিরিজসহ সকল প্রকার এন্টারটেইনমেন্ট ভিডিও দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এছাড়া টেইলার, হররর মুভি, কমেডি ভিডিও, একশন মুভি দেখতে পারবেন। প্রথমে নিচে লিংকে ক্লিক করে ওয়েবসাইটে যান অথবা সার্স করুন গুগল ব্রাউজারে “banglaplex.art” এটি লিখে।

প্রথমে ওয়েবসাইটের হোম পেজ থেকে আপনার পছন্দের ভিডিওগুলো দেখতে পারবেন। তাছাড়া উপরে 3-Dot মেনুতে ক্লিক করে সার্স অপসনে কি দেখতে চান তা লিখুন ইংরেজিতে। তারপর সার্স করুন তাহলে চলে আসবে।

নিয়ম দেখুন:

সেই ভিডিও উপর ক্লিক করুন দেখতে। তারপর আরো একটি ট্যাব ওপেন হবে। তবে সমস্যা হলো কিছু এডস শো করবে। এডে ক্লিক লেগে যদি অন্য পেজে নিয়ে যায় তাহলে ব্যাক করে আবার ফিরে আসুন।

যেকোন ভিডিও দেখতে ও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য নিচে ছবিটি ফলো করুন।

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সেরা ১০টি অ্যাপস ২০২৪

2. Get Into Pc

get into pc এই ওয়েবসাইট থেকে আপনি যেকোন প্রিমিয়াম কম্পিউটারের জন্য অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এখানে Adobe Premiere সহ সকল প্রকার এপস পাবেন সম্পূর্ন ফ্রিতে তবে সমস্যা হল আপনি পেইড সফটওয়্যার ফ্রি তো পাবেন কিন্তু এগুলো ক্রাক ফাইল। তাই অনেক কম্পিউটারে সাপোর্ট নাও করতে পারে। এছাড়া ভাইরাস ও আক্রমণ করতেও পারে তবে এই সাইট থেকে কেউ এই রকম সমস্যায় পড়ে নাই।

প্রথমে নিজের লিংকে ক্লিক করুন অথবা সার্চ করুন “getintopc.com” লিখে।

এই ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো খুঁজে নিন। আপনি এখানে একটি সার্চ অপশন পাবেন যেটায় ক্লিক করে আপনি আপনার সফটওয়্যার এর নাম লিখলে সেই সফটওয়্যারটি চলে আসবে। সেই সফটওয়্যার এর পর ক্লিক করে পেজটি ওপেন করুন ডাউনলোড করার জন্য। এই ফাইলটি ডাউনলোড করার জন্য নিচের দিকে দেখুন Download অপসন আছে সেখানে ক্লিক করুন।

এই ওয়েবসাইটের ফাইল গুল Zip আকারে থাকে সেগুলো unlock করতে পাসওয়ার্ড লাগবে সেটা হল 123.

3. FitGirl Repacks

FitGirl Repacks ওয়েবসাইট থেকে আপনি যেকোন গেমস ডাউনলোড করতে পারবেন কম্পিউটারের জন্য। এই ওয়েবসাইট থেকে আপনি ১০০এমবি থেকে ১০০ জিবি পযন্ত ৫-জি ইন্টারনেট স্পিডে ডাউনলোড করতে পারবেন।

প্রথমে নিজের লিংকে ক্লিক করুন অথবা সার্চ করুন “fitgirl-repacks.site” লিখে।

এই ওয়েবসাইট থেকে আপনি খুঁজে নিন আপনার পছন্দের গেমস টি। যদি আপনার গ্যাসের নাম জানা থাকে তাহলে আপনি সার্চ করে খুঁজে বের করুন। তারপর সেই গেমস এরপর ক্লিক করে ওপেন করুন। এবং তার নিচে দেখে দেখেন অনেক গুলো ডাউনলোড করার অপশন রয়েছে। আপনার যেটা ভালো হবে সেটাই সুবিধা হবে সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

আরো পড়ুনঃ টেলিগ্রাম বট দিয়ে যেকোন মুভি, গান, নাটক ও সফটওয়্যার ডাউনলোড

তো বন্ধুরা এই তিনটি ওয়েবসাইটি থেকে আপনি যেকোনো মুভি দেখতে পারবেন এছাড়া আপনি চাইলে ডাউনলোডও করতে পারবেন। তাছাড়া আপনারা প্রিমিয়াম সফটওয়্যার এবং গেমসগুলো ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটের সাহায্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *