ইউটিউব চ্যানেল খুলে বিশ্ব রেকর্ড রোনালদো

UR • Cristiano ইউটিউব চ্যানেল খুলে বিশ্ব রেকর্ড রোনালদো কিভাবে

ফুটবল জগতের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন রোনালদো। তিনি শুধু ফুটবল মাঠে নয় বাহিরেও রয়েছে বেশ জনপ্রিয়তা। তিনি আবারো বিশ্বের কাছে শীর্ষ জনপ্রিয় হয়ে ওঠেছেন ইউটিউব সামাজিক প্ল্যাটফর্মে। কিন্তু কিভাবে রোনালদো এই জনপ্রিয়তা অর্জন করল এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানাব?

কেন এতদিন ক্রিস্টিয়ানো রোনালদোকে ইউটিউব চ্যানেল খুলতে দেয়া হয়নি?

ক্রিস্টিয়ানো রোনালদো কে কেন ইউটিউব চ্যানেল এতদিন খুলতে দেয়া হয়নি এই প্রশ্নটা সবারই মধ্যে রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে প্রায় ৯০% মানুষই জানে না কেন তাকে ইউটিউব চ্যানেল খুলতে দেয়া হয়নি। দেখুন কোন মানুষ কোন কর্ম না করেই সফলতা অর্জন করতে পারে না। সেই কারণে ক্রিস্টিয়ানো রোনালদো আগেই তিনি তার কর্ম করছেন যেমন তিনি ফুটবলে বেশ খ্যাতি অর্জন করেছে। তবে তিনি নিজের মাধ্যমে কিন্তু এই খ্যাতি অর্জন করতে পারে নাই। তাকে তার দেশের মাধ্যমে ও বিভিন্ন ক্লাবে খেলার জন্যই তিনি সফলতা পেয়েছেন।

তাই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে তার দেশ ও ক্লাবগুলো ইনকাম করার জন্যই ব্যবহার করতো। দেখুন সফলতা, বিশ্ব রেকর্ড, খ্যাতি অর্জন করে এই ইনকামের মাধ্যমেই। তাই অনেকে বলবে সফলতা ও টাকা ইনকাম করা এক নয়। কিন্তু এ ধারণাটা সম্পূর্ণই ভুল। ক্রিস্টিয়ানো রোনালদো কোথাও ফ্রিতে ফুটবল খেলে নাই। তাই ক্রিস্টিয়ানো রোনালদো মাধ্যম ব্যবহার করেই ফুটবল খেলেছেন। আর ওই মাধ্যম যারা তারা তো ইনকাম করবেন তাকে নিয়ে। তারা যদি ইনকাম না করে তাহলে রোনালদকে কিভাবে তারা টাকা দিবে। তাই বর্তমানে সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। তাই একটি টিভি চ্যানেলে যে পরিমাণ ইনকাম হয় চেষ্টা করলে তার সমপরিমাণই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব।

আরো পড়ুনঃ সেরা ৪টি মেয়েদের সাথে কথা বলার অ্যাপস ২০২৪

তাই ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি ইউটিউব চ্যানেল খুলতে দেয়া হতো। তাহলে তার যে বাহিরের চলাফেরা, আচরণ, এবং বিভিন্ন প্রতিফলন গুলো তিনি তার নিজের চ্যানেলে আপলোড করতেন। এতে করে কোন লাভ হতো না ওই মাধ্যমগুলোর যেমন তার দেশ, ও বিভিন্ন ক্লাব। সেই কারণেই তাকে চুক্তির মাধ্যমেই ক্রয় করা হয়। আর এই কারণেই তাকে ইউটিউব চ্যানেল খুলতে দেওয়া হয়নি। বর্তমান ক্রিস্টিয়ানো রোনালদ বিভিন্ন জায়গা থেকে যুক্তির সমাপ্তি ঘটেছে। এই কারণে এখন তিনি স্বাধীনভাবে নিজের ইচ্ছামত যেকোনো প্লাটফর্মে নিজের নামে প্রতিষ্ঠিত করতে পারবে।

UR • Cristiano ইউটিউব চ্যানেলে কত তারিখ খোলা হয়

UR • Cristiano ইউটিউব চ্যানেলটি রোনালদো ৮ই জুলাই ২০২৪ তারিখ খুলেছেন। কিন্তু ইউটিউব চ্যানেলটি দর্শকদের সামনে এবং প্রথম ভিডিও ২১ই আগস্ট ২০২৪ তারিখ আপলোড করেন।

UR • Cristiano ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব কত

রোনালদোর ইউটিউব চ্যানেলে ১দিনে ১২.৬ মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে বিশ্ব রেকর্ড করেন। কারন এর আগে কেউ কোন দিন ১দিনে এত সাবস্ক্রাইব বানাতে পারে নাই।

রোনালদো ১দিনেই গোল্ডেন প্লে-বাটন ইউটিউব থেকে পায়। আর এই গোল্ডেন প্লে-বাটন ইউটিউব থেকে দেওয়া হয় ১ কোটি সাবস্ক্রাইব মানে ১০ মিলিয়ন হলে।

রোনালদোর ইউটিউব চ্যানেলে ২দিনে ১২.৬ মিলিয়ন সাথে ১৬.২ মিলিয়ন হয় মোট ২৮.৮ মিলিয়ন।

রোনালদোর ইউটিউব চ্যানেলে ৩দিনে ২৮.৮ মিলিয়ন সাবস্ক্রাইব সাথে ৮.৩ মিলিয়ন সাবস্ক্রাইব মোট ৩৭.১ মিলিয়ন সাবস্ক্রাইব হয়।

রোনালদোর ইউটিউব চ্যানেলে ৪দিনে ৩৭.১ মিলিয়ন সাবস্ক্রাইব এর সাথে ৪.৯ মিলিয়ন সাবস্ক্রাইব মোট ৪২ মিলিয়ন সাবস্ক্রাইব হয়।

বর্তমান রোনালদোর ইউটিউব চ্যানেলে ৪২.১+ মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে। তিনি মোট লং ও সর্ট ভিডিও ২০টি আপলোড করেছেন।

আরো পড়ুনঃ ফটো এডিটিং করার সেরা ৫টি এআই সফটওয়্যার ২০২৪

DATESUBSCRIBERSVIDEO VIEWSEARNINGS
2024-08-2112.6M
2024-08-2228.8M121,349,957$30.3K   –   $485.4K
2024-08-2337.1M177,007,767$13.9K   –   $222.6K
2024-08-2441.9M224,322,300$11.8K   –   $189.3K
2024-08-2542.1M224,322,300

কিভাবে রোনালদো তার ইউটিউব চ্যানেলে এত সাবস্ক্রাইব বাড়ালো?

দেখুন ক্রিস্টিয়ানো রোনালদো একজন বিখ্যাত ফুটবলার। তার রয়েছে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স য়ে তার বিশাল ফলোয়ার আইডি রয়েছে। যেমন:

‍Socail MediaFollowers
Instagram637 Millon
Facebook170 Millon
X112 Millon

তিনি তার সকল সামাজিক প্ল্যাটফর্ম গুলোতে একই সাথে তার ইউটিউব চ্যানেলটি প্রমোশন করেছেন। যেহেতু তার সামাজিক প্ল্যাটফর্ম গুলোতে এতো পরিমান দর্শক রয়েছে সেহেতু এখানে যে পরিমাণ সাবস্ক্রাইব হয়েছে সেগুলো হওয়ারই কথা। তাই ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব রেকর্ড করেছেন ঠিকই কিন্তু চিন্তা করে দেখলে তিনি ততটাই করতে পারে নাই।

কারণ তার ইনস্টাগ্রামে রয়েছে ৬৩৭ মিলিয়ন ফলোয়ার। তিনি ইনস্টাগ্রামে দুইটি ভিডিও আপলোড করেছেন এবং তার ইউটিউব চ্যানেলটি লিংক করে দিয়েছেন। একটি ভিডিওতে ১৪৭ মিলিয়ন এবং আরেকটি ভিডিওতে ২৪৪ মিলিয়ন ভিউ হয়েছে।

তার ফেসবুকে রয়েছে ১৭০ মিলিয়ন ফলোয়ার। তিনি ফেসবুকেও দুটি ভিডিও আপলোড করেছেন এবং তাতে তার ইউটিউব চ্যানেলটি লিংক করেছেন। একটি ভিডিওতে ৫.২ মিলিয়ন ও দ্বিতীয় ভিডিওতে ১৪ মিলিয়ন ভিউ হয়েছে।

তার টুইটার মানে এক্সে রয়েছে ১১২ মিলিয়ন ফলোয়ার। এখানেও তিনি দুইটি ভিডিও আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলটি লিংক করেছেন। একটি ভিডিওতে ৫৭.৮ মিলিয়ন ভিউ হয়েছে এবং আরেকটি ভিডিওতে ৯০.৪ মিলিয়ন ভিউ হয়েছে।

এখন আপনি বিবেচনা করে দেখুন যার ইতিমধ্য এত বড় বড় প্ল্যাটফর্মে এত পরিমাণ দর্শক রয়েছে সেখানে একদিনে ১২ মিলিয়ন সাবস্ক্রাইব হওয়া কোন ব্যাপারই নয়। এর থেকে বেশি হওয়ারই কথা ছিল। কারণ দেখুন শুধুমাত্র তার সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করেছে সেটা নয়। তার দর্শক রায় কিন্তু অনেক জায়গায় শেয়ার করেছেন বিভিন্ন টিভি চ্যানেলে শেয়ার করেছে, বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করেছেন, বিভিন্ন পত্রিকায় শেয়ার হয়েছে। তাই বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা ৪২ মিলিয়ন। তবে আশা করা যায় খুবই তাড়াতাড়ি তার ১০০ মিলিয়ন পূর্ণ হবে।

বিশ্বের এক নাম্বার ইউটিউব চ্যানেলের সাথে কি রোনালদো পারবে

অনেকেই বলতেছে যে রোনালদো যদি সঠিক সময় ইউটিউব চ্যানেল খুলতেন তাহলে হয়তো বিশ্বের এক নাম্বার মিস্টার বেস্ট ইউটিউব চ্যানেলটিকে হারিয়ে তিনি এক নাম্বারে পৌঁছে যেতেন। কিন্তু আদৌ এটা সম্ভব কিনা সেটি ভেবে দেখুন। দেখুন তিনি একজন বিখ্যাত ব্যক্তি সেহেতু তার যে পরিমাণ সাবস্ক্রাইব হওয়ার কথা সেটি কিন্তু হয়নি। এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে তার যে পরিমাণে সাবস্ক্রাইবার আশার কথা তা ধীরে ধীরে কমতেছে। তাই বিশ্বের এক নাম্বার ইউটিউব চ্যানেল মিস্টার বেস্ট তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা ৩১২ মিলিয়ন। এবং বিশ্বের দ্বিতীয় নাম্বারে রয়েছে ইন্ডিয়ার মিউজিক চ্যানেল টি-সিরিজ তার রয়েছে ২৭২ মিলিয়ন সাবস্ক্রাইব।

তাই এদেরকে টপকানো অতটা সহজ নয়। তাই যারা ভাবতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের শীর্ষস্থানে পৌঁছে যাবে ইউটিউব জগৎে এই ধারণাটা ভুল।

তো বন্ধুরা এই রিপোর্টটি ২৫ আগস্ট ২০২৪ তারিখে করা হয়েছে। পরবর্তীতে উপরের সাবস্ক্রাইব পরিবর্তন হবে। তাই যদি আরো কোন ধরনের ইনফরমেশন আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *